ঈদগাহে ঈদের নামাজ না পড়ার নির্দেশ দিলো ধর্মমন্ত্রণালয়।করোনাভাইরাস মহামারীর কারণে এবার ঈদগাহে ঈদের জামায়াত না পড়তে নির্দেশ দেয়া হয়েছে।
প্রয়োজনে মসজিদে স্বল্প পরিসরে একাধিক জামায়ত করতে পারবে মুসল্লীরা। আজ এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মমন্ত্রণালয়।
নির্দেশনাগুলো কেউ অমান্য করলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।