বগুড়ার শিবগঞ্জে ৬ষ্ঠ শ্রণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করেছেন ধর্ষণের শিকার ঐ ছাত্রীর মা ।
গত ৯ জানুয়ারি উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া (সরকার পাড়া) গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।
মামলার আসামী ধর্ষনে অভিযুক্ত ব্যক্তির নাম মাজহারুল ইসলাম (১৯)। সে ঐ গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়া ঐ স্কুল ছাত্রীর মা বলেন, গত ৯ জানুয়ারি সকাল ১১ টার দিকে ওই ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মাজহারুল। এ সময় ওই ছাত্রীর আত্ম চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দৌড়ে পালিয়ে যায় সে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে । প্রধান আসামীকে গ্রফতারে অভিযান অব্যাহত আছে।#