বগুড়ার সোনাতলা থানায় আজ রবিবার কালোবাজার থেকে জব্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মুল্যের ১৪৯০ কেজি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে অসহায়, গরীব, দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
সরকারি এই জব্দকৃত চালের সাথে জেলা পুলিশ বগুড়া’র নিজস্ব অর্থায়নে আরো ২,১০০ কেজি চাল যুক্ত করে ৫১৬ টি প্যাকেট তৈরি করা হয়।
প্রত্যেকটি প্যাকেটে সাত কেজি চালের সাথে আটা,আলু,মিষ্টি কুমড়া,চিনি,ছোলা বুট,খেজুর ইত্যাদি দেওয়া হয়।
ইউনিয়ন ভিত্তিক পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী সোনাতলা থানার ০৭ টি ইউনিয়ন এবং ০১ টি পৌরসভায় ৫১৬ টি গরীব, অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।