বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আহসান হাবিব (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত আহসান হাবিব শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের মৃত সমস উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী হাবিব বগুড়া শহর থেকে তার বাড়ি নয়মাইল জামালপুরে যাচ্ছিলেন।পথিমধ্যে সাজাপুর ফুলতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান হাবিব। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন জানান, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#