গতকাল শনিবার রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলাস্থ অাওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। পৌরসভা নির্বাচন উপলক্ষে সাংগঠনিক সফরের অংশ হিসেবে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রচারনা শেষে বগুড়া ফেরারা পথে যাত্রাবিরতি কালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
অাওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে ফুলেল শুভেচছা জানান শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহসান হাবিব সবুজ, এসময় উপস্থিত ছিলেন সৈয়দ পুর ইউনিয়ন অাওয়ামীলীগ সাধারণ সম্পাদক শুকু , মোকামতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র যুগ্ন অাহব্বায়ক এনামুল হক, বিশিষ্ট ব্যাবসায়ী মোরশেদুল হাসান পান্না, দেউলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুমন সরকার, সাধারন সম্পাদক শুভ মন্ডল স্বাধীন, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, দেউলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদুল ইসলাম। ,এছাড়াও মোকামতলা, সৈয়দপুর ও দেউলী ইউনিয়নের অাওয়ামী লীগ যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।