[pl_row]
[pl_col col=12]
[pl_text]
বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে এক দিনমজুরকে পিটিয়ে আহত করেছে তার চাচাতো ভাই। গত সোমবার সন্ধ্যায় উপজেলার রহবল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দিনমজুরের নাম মামুন মিয়া। সে ঐ এলাকার লুৎফরের ছেলে।
স্থানীয়রা জানায়, আহত মামুনের বাবার সাথে তার চাচা সেকেন্দারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এমতাবস্থায় সোমবার নিজের ফসলি জমিতে কিটনাশক স্প্রে করা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মামুন কে তার চাচাতো ভাই মেহেদি এলোপাতির কোপাতে থাকে। এতে তার চোখের নিচে ফেটে গিয়ে রক্ত ঝড়তে থাকে। রক্তাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহত মামুন।
ঘটনা সম্পর্কে অভিযুক্ত মেহেদির বক্তব্য নিতে গেলে তার পরিবারের লোকজন বলে মামুন পালিয়ে আছে। মামুনের বাবা সেকেন্দার গণমাধ্যম কর্মীদের বলেন, “”আমার টাকা আছে আমি দেখে নেবো ওদের””।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।#
[/pl_text]
[/pl_col]
[/pl_row]