বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা বগুড়া জেলা বিএনপি অাহবায়ক কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ মীর শাহে অালমের অনুপ্রেরণায় শিবগঞ্জ উপজেলার,কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান তার নিজ তহবিল থেকে কিচক ইউনিয়নের গুপিনাথপুর নয়া পাড়া,বাহাদুরপুর,খামটা,শোলাগাড়ী নয়া পাড়া,বেলাই কেকার পাড়া,অাপসুন, ছাতিয়ান পাড়াসহ বিভিন্ন গ্রামে বাড়ি গিয়ে গিয়ে দুই শতাধিক মধ্যবিত্ত, অসহায়, হতদরিদ্র ও নেতা কর্মী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ উদীয়মান সাহসী নেতা জনাব মাহবুবুর রহমান।ঈদ সামগ্রী বিতরণ কালে মাহবুবুর বলেন ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি বলেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চরম সংকটময় মুহূর্তে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত দোজ্জা হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা অানিছুর রহমান, মাহবুবুর রহমান, অাব্দুল ওয়ারেছ, অাব্দুল মান্নান, মোজাফফর হোসেন, মামুনুর রশিদ,অাব্দুল ওহাব, এটিএম জাকারিয়া জুয়েল, জাহিদুর ইসলাম, রশিদুল, ফজলুর রহমান, মেহেদুল ইসলাম, শাহাদাৎ, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম, নান্নু মিয়া,মিষ্টার,মীরবক্স, রেজাউল ইসলাম, ও যুবদল নেতা অাব্দুল হালিম সহ এলাকার সুধী শুভাকাঙ্ক্ষী সহ প্রমূখ।