সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৭৪১ জন পুলিশ সদস্য এবং গত ২৪ ঘণ্টায় মোট ২৩২ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) পুলিশ সদর দফতর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সদর দফতর সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫৬ জন। কোয়ারেন্টিাইনে আছেন ১২৫০ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন এবং মারা গেছে ৫ জন।