বগুড়ার শিবগঞ্জে হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল কালো বাজারে ক্রয় করে বিক্রির প্রস্তুতির সময় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে টেম্পুতে চাল বোঝায়ের সময় তাকে আটক করা হয়।
আটক ব্যাক্তির নাম মো: শিবলু মিয়া। সে ঐ এলাকার মৃত তোজাম্মেল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দৈনিক মানবজমিনকে জানান, আটক শিবলু খাদ্যবান্ধবের চাল কালোবাজারে কিনে বিক্রির জন্য রাতের বেলা টেম্পুতে বোঝায় করছে ; এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৪০ বস্তা চালসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।