বগুড়ায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও দু’জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২১ জনে।
আক্রান্তদের মধ্য একজন করোনা আক্রান্ত রোগীর স্ত্রীর সঙ্গে হাসপাতালে অবস্থান করায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। অপর একজন স্বাস্থ্য কর্মী করোনা সন্দেহে আগে থেকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে আছেন বলে জানা গেছে।
আজ সোমবার রাতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে বগুড়ার ১০২টির মধ্যে দু’জন পজিটিভ। জয়পুরহাটের ৮৫ ও সিরাজগঞ্জের একটি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।