বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গাংনগর বাড়ইপাড়া গ্রামটি একটি অবহেলিত গ্রাম বলে আখ্যায়িত করা হয় ।
সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এই এলাকাটির সাধারণ জনগণ ।
বিগত কয়েকটি বছর থেকে এই গ্রামটির রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে তা মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়েছে ।
তারি পরিপ্রেক্ষিতে এলাকার কৃতি সন্তান মাসুম তার নিজস্ব অর্থায়নে রাস্তাটির মেরামত করেন
নিজে পরিশ্রম করে রাস্তাটির মেরামত কাজ করেন।
এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন: চলাচল মানুষের কষ্ট দেখে আমি নিজে পরিশ্রম করে নিজ অর্থায়নে রাস্তাটির মেরামত কাজ করি ।
এর আগেও কয়েকবার আমি নিজ অর্থায়নে এই রাস্তাটির মেরামত কাজ করেছি ।
এলাকাবাসী জানায় : তারা উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক কে রাস্তাটির কথা বললেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায় না।
উক্ত বিষয়ে সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক কে জিজ্ঞাসা করলে বলেন : আমি এই রাস্তাটি সহ আরো একটি রাস্তা কথা উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর কাছে বলেছি এখন তার হাতেই সব
এতে আমার করার কিছু নেই ।
এলাকাবাসীর একটিই দাবি আদৌ কি এই রাস্তাটির কাজ হবে না কি তারা এমন করে সারাজীবন অবহেলিত থাকবে ।