বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গাংনগর বাড়ইপাড়ার গ্রামের রাস্তার করুন অবস্থা । সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় চলাচলকারী মানুষদের অবর্ণনীয় দূর্ভোগের শিকার হতে হয় ।
এলাকাবাসী বহুবার স্হানীয় জনপ্রতিনিধিদের কাছে এই রাস্তাটির জন্য আবেদন করলেও তার আজও কোনো ফল পাননি।
স্থানীয় এলাকাবাসী জানায়, এলাকার ছেলে মেয়েদের স্কুল যেতে দূর্ভোগের শিকার হতে হয় । এই এলাকার লোকজন শিল্পকারখানা কাজ ও কৃষি কাজ করে থাকেন।
তাদের এই দৈনিক জীবনের কাজের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এই রাস্তাটির জন্য ।
এলাকাবাসী রাস্তাটি মেরামত করার জন্য স্হানীয় জনপ্রতিনিধির কাছে বিশেষভাবে অনুরোধ করছেন।
এদিকে রাস্তাটি সম্পর্কে সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক জানান,চেয়ারম্যান বললো আমি এই রাস্তা সহ কয়েকটি রাস্তার কথা বলছি উপজেলা চেয়ারম্যান কে তিনি এখন কি করেন এটাই দেখার।
আমার এতে কিছু করার নাই।