বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হকের কাছে চাঁদা দাবি ও মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে সাধারন সম্পাদক আপেল সরকারকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আপেল সরকার উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ও মোকামতলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ।
মামলাসূত্রে জানা যায়, গত (২ মে) শনিবার বিকাল ৪ টার দিকে একই ইউনিয়নের শামছুল হকের ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক মাছের খাদ্য কেনার জন্য মোকামতলা বন্দরে আসলে যুবলীগ সাধারণ সস্পাদক আপেল সরকারের নেতৃত্বে আইনুর ও ফরিদুল সহ বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গ তাকে ঘিরে ফেলে ও চাঁদাদাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জোর পূর্বক আপেলের নিজস্ব অফিসে নিয়ে মারপিট করে কাছে থাকা ১ লক্ষ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এঘটনায় যুবলীগ নেতা এনামুল বাদি হয়ে থানায় মামলা দায়ের করার পর বুধবার (৬ মে) রাতে পুলিশের হাতে আটক হয় আপেল।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জোহা শামীম জানান, চাঁদাবাজির কথা সঠিক নয়। তবে তাদের মধ্য পদ পদবি নিয়ে আগে থেকে কিছু ঝামেলা ছিলো।
কয়েকদিন আগে তাদের মধ্য ঝমেলার কথা শুনেছি। এ বিষয়ে আমরা মিমাংসার জন্য বসতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করেই এনামুল মামলা করায় তা আর হয়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দৈনিক মানবজমিনকে জানান , যুবলীগ সাধারণ সম্পাদক আপেল সরকার মোকামতলা এলাকায় কথিত কিশোর গ্যাং পরিচালনা করে চাঁদাবাজি করে আসছিলো।
অবশেষে একই দলের সাংগঠনিক সম্পাদকের কাছে চাঁদাদাবি করে টাকা ছিনতাই ও মারপিটের মামলায় তাকে আটক করা হয়েছে।#